ডেঙ্গু রোগীতে সয়লাব হাসপাতাল | jagonews24.com

2021-06-15 0

ছোট্ট ছোট্ট শিশু। সারাবেলা ছুটে চলত। দিনভর মাথায় তুলে রাখত পুরা বাড়ি।

কেউ ভালো করে কথা বলতে পারে না, কেউ আবার হাঁটতেও পারে না।
কেউ কেউ জানেও না, ডেঙ্গু কী? অথচ শিশুরা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ইতোমধ্যে এক শিশু মারাও গেছে।

গত ২৮ জুলাই শনিবার দুপুরের মধ্যে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে শিশু হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালটিতে ৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

শুধু শিশু হাসপাতালেই নয়, ঢাকা শহরের হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। কোথাও কোথাও পরিস্থিতি আরও খারাপ। অন্যদিকে ঢাকা ছাড়াও এখন দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঢাকাবাসী। তারা নিতান্ত বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন সরকারের কাছে।

রাজধানীতে এডিস মশা বৃদ্ধির ফলে ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। চলতি মাসেই বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

চলতি বছরের সাত মাস শেষ হওয়ার আগেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ হাজার ৫২৮।
শুধু তাই নয়, গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ৫ হাজার ৫০ জন। এ বছর জানুয়ারিতে ৩৭, ফেব্রæয়ারিতে ১৯, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৮৪, জুনে ১ হাজার ৮২৯ ও ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজার ৩৮৪।

বাংলাদেশের ইতিহাসে চলতি বছরে সর্বোচ্চ ১০ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন।

এ বছর মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম মাত্র ৮ জন। তবে বিভিন্ন বেসরকারি হাসপাতালের তথ্য অনুসারে, চলতি মাস পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত বছরের ২৬ জনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এডিস মশা নিধনের সিটি কর্পোরেশনের কার্যকরী পদক্ষেপ এর পাশপাশি
নাগরিকদের এ বিষয়ে সচেতন হতে হবে। এডিস মশা জন্মাতে না পারে সে বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/politics/news/516895
https://www.jagonews24.com/country/news/516906

Free Traffic Exchange

Videos similaires